মার্কিন যুক্তরাষ্ট্রের পপ-রক ব্যান্ড স্ম্যাশ মাউথের সাবেক প্রধান গায়ক স্টিভ হারওয়েল গত সোমবার মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
জানা গেছে, স্টিভ হারওয়েলের ম্যানেজার রবার্ট হেইস গায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। চলতি সপ্তাহের শুরুতে টিএমজেডকে তিনি বলেছিলেন, লিভারজনিত অসুখে ভুগছিলেন তিনি।
২০১৩ সালে হৃদরোগ কার্ডিওমায়োপ্যাথি এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অ্যাকিউট ওয়ার্নিক এনসেফালোপ্যাথি নির্ণয়ের পর গত কয়েক বছর ধরেই স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। যা তার স্মৃতিশক্তিতে প্রভাবিত করেছিল। এ ছাড়া তিনি মাদকাসক্তেও ভুগছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC