ফেব্রুয়ারি ২১, ২০২৫

শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫

মারা গেলেন কুমিল্লায় সিনিয়র ফটোসাংবাদিক এম সাদেক

Senior photojournalist M Sadek passes away in Comilla
ছবি: সংগৃহীত

দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটোসাংবাদিক, কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য এম সাদেক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার গোমতী নদীতে মাছ ধরা উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টা ৫৭ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

উল্লেখ্য, এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক। তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, নাতি-নাতনিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, রাইজিং কুমিল্লার সম্পাদক শাদমান আল আরবী ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদারসহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।