বুধবার ২০ আগস্ট, ২০২৫

‘মায়ের মতো বউ পেয়েছি’—মৌকে নিয়ে বললেন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক

Zahid Hasan & Sadia Islam Mou
জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ছবি : সংগৃহীত

জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌকে ঘিরে সম্প্রতি কিছু গুঞ্জন শোনা যাচ্ছিল। তাদের দীর্ঘদিনের সফল দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে, এমন খবর ছড়িয়ে পড়েছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন অভিনেতা জাহিদ হাসান নিজেই।

সম্প্রতি একটি পডকাস্টে এসে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, তারা দুজনেই বেশ ভালো আছেন।

বিহাইন্ড দ্য ফ্রেম উইদ আরআরকে পডকাস্টে জাহিদ হাসান বলেন, “আমরা ভালো আছি। কিছু মানুষ তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এ জন্য এসব বলে বেড়ায়।” স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। জাহিদ হাসান বলেন যে মৌ তার সবকিছু খেয়াল রাখেন।

তিনি বলেন, “মানুষ এ কথাকে কিভাবে নেবে জানি না, আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে, আবার মাঝে মাঝে বিরক্তও হয়। আমাদের কখনো ইগোর সংঘাত হয় না। কারণ সে আমার চেয়ে ভালো মনের মানুষ।”

জাহিদ হাসান আরও জানান, ব্যক্তিজীবনের কোনো ঘটনাই তিনি মৌয়ের কাছে গোপন রাখেন না, এমনকি তার প্রাক্তন প্রেমিকার কথাও। মৌ এটা নিয়ে প্রায়ই তার সাথে মজা করেন। অভিনেতা বলেন, “আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। তারা ব্যাপারটা নাইসলি দেখে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করে। একদিন হঠাৎ মৌ বলল, ‘এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো’। দেখি, তার হাতে অনেকগুলো চিঠি।”

উল্লেখ্য, জাহিদ হাসানকে সর্বশেষ দেখা গেছে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায়। বিরতির পর এই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি। ছবিতে জাহাঙ্গীর চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে, এবং এটি প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মেও দারুণ সাড়া ফেলেছে।

আরও পড়ুন