এপ্রিল ২৮, ২০২৫

সোমবার ২৮ এপ্রিল, ২০২৫

মায়ের ভূমিকায় জ্যোতি ছড়ানো ডলি জহুর পাচ্ছেন ‘মা পদক’

Rising Cumilla - Dolly Johur
ছবি: সংগৃহীত

বাংলা নাটক ও চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেত্রী ডলি জহুর, যিনি দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শক হৃদয়ে মায়ের প্রতিচ্ছবি হয়ে বেঁচে আছেন, এবার পেতে চলেছেন এক বিশেষ স্বীকৃতি। বিশ্ব মা দিবস উপলক্ষে আগামী ১১ মে ‘মা পদক ২০২৫’-এ ভূষিত হবেন এই গুণী শিল্পী।

দীর্ঘ অভিনয় জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননাসহ বহুবার সম্মানিত হলেও, মায়ের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই প্রথম কোনো পদক পাচ্ছেন ডলি জহুর। এই প্রসঙ্গে তিনি বলেন, “এর আগে অনেক পুরস্কার পেয়েছি, তবে মায়ের চরিত্রে কাজের জন্য এই স্বীকৃতি আমার কাছে বিশেষভাবে মূল্যবান। যারা আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আসা এই অভিনেত্রী অকপটে জানান অভিনয়ের প্রতি তার গভীর ভালোবাসার কথা। তিনি বলেন, “সারা জীবন অভিনয় করেছি, প্রতিটি কাজ মন দিয়ে করার চেষ্টা করেছি। সম্মানী নিয়ে কখনো ভাবিনি, শুধু চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টাই ছিল আমার ধ্যানজ্ঞান। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি এই অভিনয়ের মাধ্যমেই। অভিনয় ছাড়া আর কিছু জানিও না, তাই এখনো অভিনয় করতেই ভালো লাগে।”

শারীরিক অসুস্থতা এবং কাজের পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও অভিনয়ের প্রতি তার অদম্য স্পৃহা স্পষ্ট। ডলি জহুর সকলের কাছে দোয়া চেয়ে আরও বলেন, “সবার দোয়া চাই, যেন আরও কিছু ভালো গল্পের নাটক ও সিনেমায় কাজ করে যেতে পারি।”

উল্লেখ্য, আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ২০২২ সাল থেকে ‘মা পদক’ নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা প্রখ্যাত সাংবাদিক অভি মঈনুদ্দীন। মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এই ব্যতিক্রমী সম্মাননার আয়োজন করা হয়েছে, যেখানে ডলি জহুরের মতো শিল্পী তাদের অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত হচ্ছেন।

আরও পড়ুন