মায়ের সুখের কথা চিন্তা করে তাকে দ্বিতীয়বারের মতো বিয়ে দিলেন মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চান্দেকর। সেই কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় গর্বের সঙ্গে জানালেন।
বুধবার (২৩ আগস্ট) সিদ্ধার্থ ইনস্টাগ্রামে এই ঘটনার কথা জানিয়েছেন। মা সীমা চান্দেকর দ্বিতীয় বিয়ের ছবি দিয়ে তিনি লিখেছেন ‘সেকেন্ড ইনিংস-এর অভিনন্দন।’
অভিনেতা বললেন, হ্যাপি সেকেন্ড ইনিংস আই (মা)। আমার কখনো মনে হয়নি, তোমারও কাউকে দরকার। তোমার যে সন্তানদের বাদ দিয়ে জীবন আছে, সে কথা টেরই পাইনি। তোমারও তো শুধুমাত্র নিজের জন্য একটা জগৎ থাকা উচিত। আর কত দিন তুমি একা থাকবে?’
অভিনেতা আরো লেখেন, ‘তুমি এতদিন পর্যন্ত সকলের জন্য ভেবে গিয়েছো। এবার সময় এসেছে, যখন তুমি নিজের কথাও ভাববে। এবং তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানরা সব সময়ে তোমার পাশে থাকবে।’
এই পোস্ট নিয়ে চর্চা হলো, প্রশংসার বন্যা বয়ে গেল নেটমাধ্যমে।এবং অনেকেই তাকে মায়ের আদর্শ সন্তান বলছেন।
View this post on Instagram
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC