
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য ও রাজনৈতিক বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মোহাম্মদপুরে আমিরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় চলমান ১১ দলীয় রাজনৈতিক সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এছাড়া জাতীয় স্বার্থ সংরক্ষণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে একটি একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও ঐকমত্য প্রকাশ করা হয়।
বৈঠকটি সামগ্রিকভাবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC