এপ্রিল ২৬, ২০২৫

শনিবার ২৬ এপ্রিল, ২০২৫

মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে: ড. মোবারক হোসাইন

Rising Cumilla - Jamaat-e-Islami is working to establish fundamental human rights - Dr. Mubarak Hossain
ছবি: প্রতিনিধি

মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। স্বাধীনতার ৫৪ বছরেও এই দেশের মানুষের ভাগ্যেন্নয়ন হয়নি। একটি সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে। আগামীদিনে একটি সুন্দর রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী ভূমিকা পালন করছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গনসংযোগ পক্ষ দাওয়াতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। জামায়াতে ইসলামী দেশে সৎ শাসন প্রতিষ্ঠা করতে চায়। সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মো. কামরুল হাছান, মোজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল জোবায়েরসহ জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দরা।