
কুমিল্লার অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন 'মানবিক কুমিল্লা'।
বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুরের মধ্যপাড়ায় ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'মানবিক কুমিল্লা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে তারা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা পালন করে যাবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC