বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

‘মানবিক কুমিল্লা’র ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলো প্রায় ২ হাজারের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - More than 2,000 people received services at 'Humanitarian Comilla' free medical camp
'মানবিক কুমিল্লা'র ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলো প্রায় ২ হাজারের বেশি মানুষ/ছবি: মানবিক কুমিল্লা'র সৌজন্যে

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও ‘মানবিক কুমিল্লা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উদবাতুল বারী আবুর উদ্যোগে “মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘মানবিক কুমিল্লা’র ফ্রি মেডিকেল ক্যাম্প। এই উদ্যোগে প্রায় ২ হাজারের বেশি সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা গ্রহণ করেছেন।

গতকাল শনিবার (১৮ই অক্টোবর) দিনব্যাপী ২৭নং ওয়ার্ডের চৌয়ারা মনু মিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক বিশাল সেবাক্ষেত্রে।

উদবাতুল বারী আবুর সার্বিক তত্ত্বাবধানে ও ঐকান্তিক প্রচেষ্টায় এই কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা সেবা নিয়েছেন। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস পরীক্ষার মতো স্বাস্থ্য পরীক্ষাও বিনামূল্যে করানো হয়।

মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উদবাতুল বারী আবু নিজে পুরো সময় ক্যাম্পের কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।

আরও পড়ুন