
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) মানবিক কুমিল্লা’র আয়োজনে কুমিল্লা নগরীর ১৭ নং ও ১৮ নং ওয়ার্ডের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতের এই কনকনে সময়ে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক কুমিল্লা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার ছোঁয়া পৌঁছে দেওয়া হয়, যা তাদের দৈনন্দিন কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শীতবস্ত্র পেয়ে অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। আয়োজকদের মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।
মানবিক কুমিল্লা সবসময় মানবতার পাশে রয়েছে— ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্টরা।










