পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে যখন মুসলিম উম্মাহ ঈদুল ফিতরের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আলীনগর এলাকার মৃ-ত আলী হোসেনের ছেলে রিকশাচালক মোঃ আতিক মিয়া জীবনের কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন।
গত ৯ মার্চ সরাইল সদরের উচালিয়াপাড়া এলাকার সড়কের পাশ থেকে চু-রি হয়ে যায় তার একমাত্র রোজগারের সম্বল, অটোরিকশাটি।
অটোরিকশাটি হারিয়ে পরিবারে নেমে আসে অভাব-অনটনের অন্ধকার। ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন আতিক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানবিক মানুষেরা এগিয়ে আসেন তার সহায়তায়।
দেশ ও প্রবাসের হৃদয়বান ব্যক্তিদের সহায়তা চেয়ে উদ্যোগ নেয় একদল সমাজকর্মী। তাদের প্রচেষ্টায় ও মানবিক সহায়তায় নতুন একটি অটোরিকশার ব্যবস্থা করা হয় আতিকের জন্য।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, সমাজকর্মী, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আতিকের হাতে তুলে দেওয়া হয় নতুন একটি অটোরিকশা। প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের এই অটোরিকশার সঙ্গে অতিরিক্ত অর্থ থেকে নিত্যপ্রয়োজনীয় বাজারও দেওয়া হয় তাকে।
অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত হয়ে আতিক বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহর রহমতে ও আপনাদের সহযোগিতায় এখন আমি আবারও কাজ করতে পারব এবং পরিবার নিয়ে খেয়ে-পড়ে বাঁচতে পারব।”
অটোরিকশা বিতরণকালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী শফিকুল ইসলাম সেলু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর হোসেন মাস্টার, সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, ইউপি সদস্য সালাউদ্দিন সুরুজসহ আরও অনেকে।
এসময় ইউএনও মোঃ মোশাররফ হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য। সরাইলের মানুষ তাদের দেওয়া কথা রাখে, আজ তা আবারও প্রমাণ হলো। অনেকেই বলেন পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কমে গেছে, কিন্তু এটি ভুল ধারণা। আজকের এই উদ্যোগ প্রমাণ করে যে মানবিক সহায়তা এখনো আমাদের সমাজে বেঁচে আছে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC