মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটাতে নিয়োগের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষকসংকটসহ নানামুখী সমস্যার কারণে মাধ্যমিকে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় ১ হাজার ৮১৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন মাহমুদ সালমী বলেন, দেশের ৩৫১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। দুই হাজারের মতো শিক্ষকের পদ খালি। এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক পদে ৫৩৩ জন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৭২টি পদ শূন্য। ফলে মাধ্যমিকে ব্যাপক শিক্ষক সংকট তৈরি হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, শিক্ষক সংকট কাটাতে ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যে ১ হাজার ৮১৭টি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাব পাবলিক সার্ভিস কমিশনে।
এদিকে ৩৭০টি মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট থাকলেও জাতীয়করণের কাজ শেষ না হওয়ায় নিয়োগ দেয়া যাচ্ছে না।