জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটাতে নিয়োগের উদ্যোগ মাউশির

Secondary and Higher Education (Maushi) recruitment initiative to solve the shortage of teachers in secondary schools
মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটাতে নিয়োগের উদ্যোগ মাউশির। ছবি: সংগৃহীত

মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটাতে নিয়োগের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষকসংকটসহ নানামুখী সমস্যার কারণে মাধ্যমিকে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় ১ হাজার ৮১৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন মাহমুদ সালমী বলেন, দেশের ৩৫১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। দুই হাজারের মতো শিক্ষকের পদ খালি। এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক পদে ৫৩৩ জন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৭২টি পদ শূন্য। ফলে মাধ্যমিকে ব্যাপক শিক্ষক সংকট তৈরি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, শিক্ষক সংকট কাটাতে ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যে ১ হাজার ৮১৭টি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাব পাবলিক সার্ভিস কমিশনে।

এদিকে ৩৭০টি মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট থাকলেও জাতীয়করণের কাজ শেষ না হওয়ায় নিয়োগ দেয়া যাচ্ছে না।