
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত সম্প্রতি কানাডায় একটি শোতে অংশ নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন। যে অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে বলিউডের পরিচালক-প্রযোজকরাও সাধারণত কোনো প্রশ্ন তোলেন না, এবার সেই মাধুরী দীক্ষিতের 'পেশাদারিত্ব জ্ঞান' নিয়েই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ দর্শক ও অনুরাগীরা।
অভিযোগ উঠেছে, মাধুরী দীক্ষিত তার প্রথম শোতেই তিন ঘণ্টা দেরি করে পৌঁছান।
অনেক টাকা দিয়ে টিকিট কেটেও এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করায় দর্শকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। নেটপাড়াজুড়ে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে 'উন্মত্ত' দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফুঁসতে দেখা গেছে।
কটাক্ষ ও বয়কটের দাবি: তিন ঘণ্টা দেরি করে পৌঁছানোর ঘটনায় অভিনেত্রী ব্যাপক কটাক্ষের শিকার হচ্ছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে বয়কটের দাবিও উঠেছে।
শুধু মাধুরী দীক্ষিতই নন, কাঠগড়ায় তোলা হয়েছে কনসার্টের উদ্যোক্তাদেরও। তাদের বিরুদ্ধে চরম বিশৃঙ্খলা এবং ভীষণ খারাপ ব্যবস্থাপনার অভিযোগ তোলা হয়েছে।কেউ মন্তব্য করেছেন, "ভীষণই খারাপ ব্যবস্থাপনা।" কটাক্ষ করে কেউ বলেছেন, "টাকা নষ্ট, সময়ের অপচয়।" বিরক্ত দর্শকদের একাংশ লিখেছেন, "অত্যন্ত খারাপ শো। টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হোক।"
অন্য একজন ক্ষিপ্ত দর্শক মন্তব্য করেছেন, "কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবে আর মাঝেমধ্যে মাধুরী গল্প করবে! এটা কী রকম শো?"
এখনও পর্যন্ত এই পুরো বিতর্ক নিয়ে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC