সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো দেশের সব ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও ফিরছে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর এই পরীক্ষা পুনরায় চালু হচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে।
গতকাল বুধবার (৬ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষাগুলো হবে পাঁচটি বিষয়ের ওপর। এগুলো হলো কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ে হবে ১০০ নম্বরের পরীক্ষা। মোট ৫০০ নম্বরে হবে এ পরীক্ষা। বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়ে। ডিসেম্বর মাসেই এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এর আগে, ২০০৯ সালে 'প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা' (পিইসি) চালু হওয়ার পর থেকে এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল।
উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হওয়া এই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্দিষ্ট হারে বৃত্তি সুবিধা পাবে এবং পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। একই সময়ে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল হওয়ার পর থেকেই এই বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর দাবি উঠে আসছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC