ইয়াবা কেনার টাকা না পেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছেন এক ব্যক্তি। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বারোআনি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তার স্ত্রী ও দুই মেয়ে। অভিযুক্ত সুজন (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুজন তার স্ত্রী পেয়ারা বেগমের কাছে ইয়াবা কেনার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে সুজন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে সুজন নিজ বসতঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। সে সময় ঘরেই উপস্থিত ছিলেন তার স্ত্রী পেয়ারা বেগম ও তাদের দুই মেয়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা কোনোমতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে নিজেদের জীবন রক্ষা করেন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘরটির অধিকাংশ আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পেয়ারা বেগম অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিনের মাদকাসক্ত। ইয়াবা কেনার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তাদের পুড়িয়ে মারার উদ্দেশ্যেই সুজন এই কাণ্ড ঘটিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানিয়েছেন, আটক সুজনকে বর্তমানে থানাহাজতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC