রবিবার ৭ সেপ্টেম্বর, ২০২৫

মাজার ভেঙ্গে লাশ তুলে পুড়িয়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই- কেএম মামুন অর রশিদ

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

মাজার ভেঙ্গে লাশ তুলে পুড়িয়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই- কেএম মামুন অর রশিদ
মাজার ভেঙ্গে লাশ তুলে পুড়িয়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই- কেএম মামুন অর রশিদ/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদ ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার এমপি পদ প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, এদেশে চলমান মব সন্ত্রাস, মাজার ভাঙ্গা, মানুষকে হত্যা, মাজার ভেঙে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শনিবার বিকালে (০৬ সেপ্টেম্বর ২০২৫) রুসুল্লাবাদ ইউনিয়নের কালগড়া বাজারে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

রুসুল্লাবাদ ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার ছাদেকুর রহমান ভাষানির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন সাদেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সদস্য ও এমপি পদ প্রার্থী কে এম মামুন অর রশিদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা মহিলা দলের সভাপতি প্রফেসর নাইলা ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য কামাল হোসেন, জেলা কৃষক দলের যুগ্মআহবায়ক মো. আল-আমিন, নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, পৌর কৃষকদলের সভাপতি মো. আনোয়ার হোসেন, রুসুল্লাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মাহবুবুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মো. মোছলেম উদ্দিন মোসলেম, সাদেকুর রহমানসহ অন্যান্যরা।

আরও পড়ুন