রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান (১৫)। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে এবং বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে মাহতাব। পরিবার নিয়ে তারা ঢাকার উত্তরায় বসবাস করেন। মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনে পড়া মাহতাবের শিক্ষার্থী কোড নম্বর ১০১৪।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও মাহতাবের বাবা মিনহাজুর রহমান তাকে স্কুল থেকে আনার জন্য গিয়েছিলেন। স্কুল ছুটির ঠিক ১০ থেকে ১৫ মিনিট আগে হঠাৎ করেই স্কুলের ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। ঘটনার আকস্মিকতায় অভিভাবকরা দিশেহারা হয়ে নিজেদের সন্তানদের খুঁজতে শুরু করেন।
দুর্ভাগ্যবশত, এই দুর্ঘটনায় মাহতাব গুরুতর আহত হয়। পরে সেনাবাহিনী তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।
একমাত্র ছেলেকে নিয়ে বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলেকে বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাহতাবের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। আল্লাহ যেন আমার একমাত্র ছেলেকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC