রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার চারদিন পর, সেই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৫ বছর বয়সী স্কুলছাত্র মাহতাব রহমান।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মাহতাবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরেক জনের মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে ৩০ হলো।
মাহতাব মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের ছাত্র ছিল। তার শিক্ষার্থী কোড নম্বর ছিল ১০১৪। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। পরিবার নিয়ে তারা ঢাকার উত্তরায় বসবাস করত।
শোকার্ত বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া জানান, প্রতিদিনের মতো সোমবারও তিনি মাহতাবকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। সেখানেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং মাহতাব আগুনে দগ্ধ হয়। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন-
https://risingcumilla.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a7%ad%e0%a7%a6/
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC