গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের যমজ বোন সারিনা জাহান ও সাইবা জাহান দগ্ধ হয়েছে।
জানা গেছে, দগ্ধ সারিনা জাহান (তৃতীয় শ্রেণি) এবং সাইবা জাহান (চতুর্থ শ্রেণি) উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী এবং তারা উত্তরার ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের সন্তান। ইয়াছিন মজুমদার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা।
আজ (২৩ জুলাই) সরেজমিনে দেখা যায়, যমজ এই দুই বোন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন। তাদের মধ্যে সারিনার শরীর ২০ শতাংশ এবং সাইবা জাহানের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
দুই শিশুর বাবা ইয়াছিন মজুমদার জানান, গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের খবর পেয়ে তিনি স্ত্রী আকলিমা আক্তারকে নিয়ে দ্রুত স্কুলে পৌঁছান। অনেক খোঁজাখুঁজির পর বার্ন ইনস্টিটিউটে তাদের সন্তানদের সন্ধান পান। বর্তমানে তারা সিসিইউতে ভর্তি রয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসকরা তাদের সন্তানদের আশঙ্কামুক্ত বলেছেন। ইয়াছিন মজুমদার দেশবাসীর কাছে তার সন্তানদের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC