রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় প্রদীপ প্রজ্বলন আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা শহরের শ্রী শ্রী কাত্যায়নী কালী বাড়িতে এই আয়োজন করে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, কুমিল্লা মহানগর এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কুমিল্লা জেলা ও মহানগর।
সন্ধ্যা নামার সাথে সাথেই কাত্যায়নী কালী বাড়ির প্রাঙ্গণে শত শত মানুষ একত্রিত হন। নিহতদের স্মরণে তাদের হাতে ছিল প্রজ্বলিত প্রদীপ। এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় যখন উপস্থিত সকলে নীরবে প্রদীপ হাতে দাঁড়িয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। একইসাথে, দুর্ঘটনায় আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য পরম করুণাময়ের কাছে আর্তি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কুমিল্লা জেলা ও মহানগরের সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবনে বিধ্বস্ত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC