দীর্ঘদিন ধরেই হলিউডে গুঞ্জন চলছিল যে তারকা অভিনেতা টম ক্রুজ অভিনেত্রী আনা দে আরমাস-এর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের বিভিন্ন সময়ে একসঙ্গেও দেখা গেছে, যা সেই জল্পনা আরও বাড়িয়েছে। অবশেষে খবর এসেছে, এই তারকা যুগল নাকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন!
জানা গেছে, টম ক্রুজ তাঁর প্রেমিকা আনাকে নিয়ে বড় কিছু ভাবছেন। যদিও এই তারকা যুগল তাদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত জনসমক্ষে কোনো মন্তব্য করেননি এবং তাদের বাগদানও সম্পন্ন হয়নি, তবুও ঘনিষ্ঠ মহলে গুঞ্জন বেশ জোরালো।
তবে, কবে বা কোথায় তাদের বিয়ে হচ্ছে, সে বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। হলিউডের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই তারকা যুগলের নাকি মহাকাশে বিয়ে করার ইচ্ছা রয়েছে! তারা নাকি তাদের বিশেষ মুহূর্তকে 'মিশন ইমপসিবল'-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে চাইছেন।
সূত্রের খবর অনুযায়ী, টম ক্রুজ মহাকাশ ভ্রমণ নিয়ে ভীষণভাবে আগ্রহী (অবসেসড)। তাই মহাকাশে বিয়ে করার পরিকল্পনা তাঁকে বেশ উত্তেজিত করে তুলেছে। শুধু মহাকাশে বিয়ে করাই নয়, টম ক্রুজ স্কাই-ডাইভিং নিয়েও কিছু রোমাঞ্চকর পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে।
এই মুহূর্তে তারকা যুগল কেউই তাদের সম্পর্ক বা বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাদের বিয়ের তারিখ, স্থান এবং মহাকাশে বিয়ের পুরো প্রক্রিয়া—সবকিছুই এখন জল্পনার স্তরে রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC