মসজিদ থেকে জুতা চুরি করার দায়ে কুয়েত এক প্রবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। এরই মধ্যে জুতা চুরির দায়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত প্রবাসী মিসরের নাগরিক। তিনি সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে জুতা চুরি করেন। তার বিরুদ্ধে একাধিক চুরি এবং বিশ্বাসভঙ্গের ঘটনাসহ অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার ঘটনা রয়েছে।
এদিকে মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রকাশিত ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, মিসরের ওই লোকটি জুতা চুরি করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপরাধের ঘোষণার অংশ হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিচারাধীন মামলার রেজোলিউশন অনুসরণ করে অভিযুক্তকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘটনায় ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছে বলেও জানিয়েছে গালফ নিউজ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC