রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

মসজিদে নববিতে রওজা জিয়ারতের নতুন নিয়ম কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

Rising Cumilla - Blessed is the Prophet's grave.
নবীজির রওজা মোবারক/ছবি: সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর রওজা মোবারক জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন সময়সূচি ও নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব সরকার।

মসজিদে নববিতে জিয়ারতের ক্ষেত্রে পুরুষ ও নারীদের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।

পুরুষদের জিয়ারতের সময়সূচি-

নিয়মিত দিনে:রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত, বেলা ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত।

শুক্রবার: রাত ২টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ও জুমার নামাজের পর থেকে এশা পর্যন্ত।

নারীদের জিয়ারতের সময়সূচি

নিয়মিত দিনে: ফজরের পর থেকে বেলা ১১টা পর্যন্ত ও এশার পর থেকে রাত ২টা পর্যন্ত।

শুক্রবার: ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত।

বয়স্ক দর্শনার্থীরা হুইলচেয়ার ব্যবহার করে মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে রওজায় প্রবেশ করতে পারবেন।

জিয়ারতের জন্য ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতি বছর একজন মাত্র একবার বুকিং করতে পারবেন।
মসজিদে নববির আশপাশে অবস্থান করলে ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্প ব্যবহার করে দ্রুত বুকিং করা যাবে।

 

সূত্র: জিও নিউজ

আরও পড়ুন