সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

মশার উপদ্রব থেকে মুক্তি! জেনে নিন ৫টি কার্যকর ঘরোয়া উপায়

Mosquito Bites
প্রতীকি ছবি/সংগৃহীত

গরমের সাথে সাথে বেড়েছে মশার উপদ্রব? মশার কামড় থেকে রক্ষা পেতে অনেকেই কয়েল, স্প্রে ব্যবহার করেন। তবে এগুলোর দীর্ঘমেয়াদী ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিন্তার কারণ নেই! মশা তাড়ানোর জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে চেষ্টা করে দেখুন এই ৫ টি কার্যকর ঘরোয়া উপায়:

১) সুগন্ধি:

মশা সুগন্ধি খুব অপছন্দ করে। মশা তাড়াতে দেহে বা জামায় আতর, সুগন্ধি বা লোশন ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগেও শরীরে মাখতে পারেন।

২) চা পাতা:

চা তৈরির পর ফেলে দেওয়া চা পাতা শুকিয়ে পুড়িয়ে ধুনোর মতো করে সারা ঘরে তার ধোঁয়া দিতে পারেন। এতে মশা তাড়ানো অনেক সহজ হয়।

৩) নিম তেল:

নিম তেল গায়ে মাখলে মশার কামড় থেকে রেহাই পাওয়া যায়। শুধু নিমপাতা ঘরের কোণে রেখে দিলেও মশার উপদ্রব কমে যাবে।

৪) রসুন:

কয়েকটি রসুনের কোয়া থেঁতলে জলে সিদ্ধ করুন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার ওই জল সারা ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। দেখবেন মশা উধাও।

৫) কর্পূর ও লেবু:

একটি ৫০ গ্রামের কর্পূরের টুকরো একটি ছোট বাটিতে রেখে পানি দিয়ে পূর্ণ করুন। অথবা একটি বা দুইটি লেবু মাঝামাঝি কাটুন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গের ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। এবার সেই লেবুর টুকরাগুলো প্লেটে করে ঘরের কোণে রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঘরে মশা নেই।

কিছু টিপস:

  • মশার ডিম পাড়ার জায়গা, যেমন জমা জল, পানি ধরে রাখার পাত্র, টায়ার ইত্যাদি পরিষ্কার রাখুন।
  • ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন।
  • মশারি ব্যবহার করুন।
  • বাইরে বেরোনোর সময় পোশাকের হাতা-পা সাবধানে ঢেকে রাখুন।