
রাইজিং কুমিল্লা ডেস্ক
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বাংলাদেশসহ চারটি দেশের বিরুদ্ধে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি করেছে। মশাবাহিত এক রোগের প্রাদুর্ভাবের কারণে এই সতর্কতা দেওয়া হয়েছে। সিডিসি জানিয়েছে, কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই নির্দেশনা কার্যকর থাকবে।
শুক্রবার প্রকাশিত ঘোষণায় বলা হয়, এসব দেশে এমন এক মশাবাহিত রোগ ছড়িয়ে পড়েছে, যার কার্যকর কোনো চিকিৎসা বর্তমানে নেই। তাই উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রোগটির কোনো চিকিৎসা না থাকলেও চিকুনগুনিয়া টিকাপ্রতিরোধযোগ্য। তাই যেখানে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেখানে কারো ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের আগেই টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সাধারণত জ্বর এবং জয়েন্টে ব্যথা দেখা দেয়। এর পাশাপাশি মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া ও র্যাশ হতে পারে। আক্রান্ত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ দেখা দেয় এবং সাধারণত বেশিরভাগ রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC