রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ববি প্রতিনিধি

Rising Cumilla - Mymensingh Divisional Student Welfare Organization held a new welcome and farewell reception
ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বর্ণাঢ্য এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংস্থার সিনিয়র, জুনিয়র, সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক তানভীর হাসান সাকিব বলেন, ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে একে অপরের সহযোগী হয়ে উঠুক এই সংগঠনের সবচেয়ে বড় উদ্দেশ্য। নবীনদের পাশে থাকাই আমাদের দায়িত্ব, আর বিদায়ীদের জন্য রইলো ভবিষ্যতের সফলতার শুভকামনা।

সংস্থার সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, আমরা সবসময়ই ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। নতুনরা যেন সঠিক দিকনির্দেশনা পায় এবং বিদায় নেওয়া শিক্ষার্থীরা সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারে এটাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব, অভিভাষণ এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নয়ন ও সহযোগিতার জন্য বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে।

আরও পড়ুন