
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৩ মার্চ, ২০২৫) মনোহরগঞ্জ বাজার ও বিপুলাসার বাজারে এই অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের টাস্কফোর্স দল বাজারে রমজানের বিশেষ পণ্যের মূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেন।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৫টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মনিটরিং কার্যক্রমে বাজার কমিটির সদস্য, পাইকারি ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।