‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দফা দাবি দিয়েছে ‘মঞ্চ ২৪’।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’ অভিযোগ করে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহযোগিতায় ‘মঞ্চ ৭১’ নামে একটি দেশবিরোধী প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে। এই বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
‘মঞ্চ ২৪’ জানায়, তারা আগেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-কে ‘মঞ্চ ৭১’ সম্পর্কে সতর্ক করেছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে ডিআরইউ ‘মঞ্চ ৭১’–এর বৈঠকের আয়োজন করে।
এ প্রসঙ্গে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। অন্যথায় তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি ‘মঞ্চ ৭১’–এর একটি বৈঠকে আওয়ামী লীগের দলীয় ও মুজিববাদী স্লোগান উচ্চারিত হয়েছে এবং জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাস করা হয়েছে।
এ সময় ‘মঞ্চ ২৪’ দুই দফা দাবি পেশ করে:
১. আগামী এক সপ্তাহের মধ্যে ‘মঞ্চ ৭১’–এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে ‘মঞ্চ ২৪’।
২. ডিআরইউ সভাপতিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘মঞ্চ ২৪’–এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ অন্যান্য নেতাকর্মীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC