ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বাংলাদেশের সিনেমায় অভিনয় করেও কুড়িয়েছেন সুনাম।
মিমি চক্রবর্তী শুধুমাত্র অভিনয়েই নজর কাড়েননি দর্শকের, তার কণ্ঠে গানও ভীষণ জনপ্রিয়। মঞ্চে তিনি উঠলেই ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা দেখা দেয়।
তার কথায় বিভিন্ন ধরনের জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। তাই ভক্তদের পাশাপাশি অভিনেত্রী নিজেও ভীষণ ভাবে মুখিয়ে থাকেন এই অনুষ্ঠানগুলোর জন্য। শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় এই মরশুমে যেতে দেখা যায় অভিনেত্রীকে।
তবে এ বারের অনুষ্ঠানে তার সঙ্গে ঘটেছে এক কাণ্ড। যা বলা চলে এই প্রথমবার হয়েছে অভিনেত্রীর সঙ্গে। জমজমাট পারফর্ম্যান্সের মাঝে হঠাৎই বিঘœ। এ কী কাণ্ড মিমি চক্রবর্তীর সঙ্গে?
দিন দুয়েক আগে শহর থেকে খানিক দূরে একটি অনুষ্ঠান করতে গিয়েছেন অভিনেত্রী। মঞ্চে ওঠার আগে থেকেই বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলেন অভিনেত্রী। গাড়িতে অনুষ্ঠান স্থলে যাওয়া থেকে শুরু করে মেকআপ করে তৈরি হয়ে নেওয়া। মিমি যাবতীয় মুহূর্ত ভাগ করলেন সকলের সঙ্গে। এমনকী পারফর্ম্যান্সের আগে মিষ্টি মুখও করে নিতে দেখা যায় তাকে।
ভিডিওতে খানিক হিন্দিতে কথা বলেই থমকে গেলেন তিনি। বললেন, এবারতো সবাই বলবে আপনি বাঙালি হয়ে হিন্দিতে কথা বলছেন? কেন? এরপর মঞ্চ কাঁপিয়ে অনুষ্ঠান করতে দেখা গেল মিমিকে। অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার সময় তাকে বলতে শোনা গেল, জীবনে প্রথমবার আমার মঞ্চে জুতো ছিঁড়ে গিয়েছে। এ কথা বলে নিজেই হেসে গড়িয়ে পড়েছেন নায়িকা। যদিও তাতে থেমে যাননি অভিনেত্রী। দুর্র্ধষ পারফর্ম করে তবেই ছেড়েছেন মঞ্চ।
রাত তিনটেয় বাড়ি ফেরার সময় গাড়িতে বসেই সেরেছেন তার নৈশভোজ। মেনু ছিল একেবারেই সাধারণ। আলু সিদ্ধ, ভাত আর কাঁচালঙ্কা। তৃপ্তি করে সেই খাবারই খেলেন মিমি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC