
নিজস্ব প্রতিবেদক
“রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে সকলের এক হওয়ার বড় সুযোগ।”— এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, "ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক উপলক্ষগুলোতে, বিশেষ করে গ্রাম ও ইউনিয়নের প্রশ্নে, তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।"
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্ট মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। খেলা দেখতে এলাকাবাসীর ঢল নামে, শিশু-কিশোর থেকে প্রবীণ পর্যন্ত সবাই উপভোগ করেন চূড়ান্ত ম্যাচের রোমাঞ্চ।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, “ ‘আমরা প্রতিনিয়ত খেলার মধ্যেই ইনভল্ভ থাকি, রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, তা হচ্ছে খেলাধুলা। এখানে অনেক দল-মত, অন্য পার্থক্যের মানুষ আছি। যে যে দলেরই হোক না কেন, এ খেলাধুলার উপলক্ষ্যে যে আমরা এক হতে পারি, এটাই হচ্ছে আমাদের সফলতা”
তিনি আরও বলেন, “ভোটের সময় যার যার দল থাকবে, যার ইচ্ছে তার পক্ষে কাজ করবে। কিন্তু সামাজিক ও মানবিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব—এটাই আমাদের শক্তি, এটাই ভবিষ্যতের বাংলাদেশ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রী স্টার গ্রুপের এমডি হোসাইন মজুমদার, রয়েল কোচ বাসের মালিক সাইফুল ইসলাম খান এবং উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC