
রাইজিং কুমিল্লা ডেস্ক
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে টিকটক চালু করেছে ইন-অ্যাপ নির্বাচন তথ্য কেন্দ্র বা ‘ইলেকশন সেন্টার’। এই ফিচারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রদান প্রক্রিয়া ও নির্বাচন সংশ্লিষ্ট সরকারি ও নির্ভরযোগ্য তথ্য সহজেই জানতে পারবেন ব্যবহারকারীরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে টিকটক কর্তৃপক্ষ।
টিকটক জানায়, ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি নির্বাচন নিয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে এই প্ল্যাটফর্ম। মূলত নির্বাচনকালীন অপতথ্য রোধ এবং ভোটারদের সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইলেকশন সেন্টারে কীভাবে সঠিকভাবে ভোট দিতে হয়, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকবে। পাশাপাশি ভুয়া খবর ও গুজব চেনার সহজ উপায়ও তুলে ধরা হবে। নির্বাচন সংশ্লিষ্ট ভিডিওতে বিশেষ ট্যাগ যুক্ত থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তথ্যকেন্দারে প্রবেশ করতে পারবেন।
এ ছাড়া ইলেকশন সেন্টারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের সরাসরি লিঙ্ক পাবেন, যাতে মূল উৎস থেকেই তথ্য যাচাই করা যায়।
টিকটক আরও জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টে লেবেল দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এআই ব্যবহার করে কোনো জনপ্রিয় ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে নিয়ে বিভ্রান্তিকর কিংবা হয়রানিমূলক কনটেন্ট তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি ‘সিটুপিএ’ প্রযুক্তির মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে তৈরি এআই কনটেন্টও শনাক্ত করতে পারবে টিকটক।
শুরু থেকেই টিকটক রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করে আসছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপন প্রচার করতে পারবে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এই সুযোগ পাবে না। পাশাপাশি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা করলে সংশ্লিষ্ট নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে।
বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য ইতোমধ্যে একটি আলাদা ‘ইলেকশন টাস্কফোর্স’ গঠন করেছে টিকটক। এছাড়া তথ্যের সত্যতা যাচাইয়ে বিশ্বব্যাপী ২০টিরও বেশি ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC