
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্টদের।
বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা এতে সভাপতিত্ব করেন বলে জানিয়েছে তার প্রেস উইং।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন, স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ আরও অনেকে।
আগামী ফেব্রুয়ারির শুরুতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। সরকারও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। তবে জুলাই সনদ ইস্যুতে গণভোট আয়োজনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে সেই গণভোট আলাদাভাবে হবে নাকি নির্বাচনের দিন হবে সেটা নিয়ে দেখা দিয়েছে বিরোধ। বিএনপিসহ কয়েকটি দল জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায়।
তবে জামায়াতসহ তাদের মিত্ররা নভেম্বরের মধ্যে আলাদাভাবে গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছে। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ পেশ করেছে সেখানে আলাদা এবং নির্বাচনের দিন দুইভাবেই গণভোটের আয়োজন করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে। এবার গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।
এদিকে গণহত্যায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে দলটির পলাতক নেতারা দেশের বাইরে অবস্থান করে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সরকার সম্ভাব্য চ্যালেঞ্জ মাথায় নিয়েই ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে। আজকের বৈঠকে সব বিষয়েই আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC