প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:২০ পি.এম ||
প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৩:৪৪ পিএম
ভোটার হতে প্রবাসীদের যেসব দলিল লাগবে, জানাল নির্বাচন কমিশন
বাসস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়াকে সহজ করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন আগামী ১৮ নভেম্বর 'প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ' উদ্বোধন করতে যাচ্ছে।
অ্যাপ উদ্বোধনের আগেই প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদির বিস্তারিত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে ইসি। ইসি'র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খানআবি শাহানুর খান স্বাক্ষরিত এই পরিপত্রটি গত সোমবার জারি করা হয়।
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদি
পরিপত্র অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিম্নোক্ত দলিলাদি প্রয়োজন হবে:
পরিপত্রে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়াও স্পষ্ট করা হয়েছে:
স্বশরীরে উপস্থিতি: মিশন অফিস থেকে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট অনুসারে নির্ধারিত তারিখে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হতে হবে।
দলিলাদি জমা: নির্ধারিত আবশ্যকীয় দলিলাদি সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে (মিশন অফিসে) জমা দিতে হবে।
বায়োমেট্রিকস গ্রহণ: সেখানে ছবি এবং বায়োমেট্রিকস (দশ আঙুলের ছাপ, আইরিশ, স্বাক্ষর) প্রদান করতে হবে।
প্রতিনিধির মাধ্যমে দলিল: অন্যান্য প্রয়োজনীয় দলিলাদিও নিবন্ধন কেন্দ্রে জমা দেয়া যাবে। তবে প্রয়োজনে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার)-এর কাছে জমা দিতে পারবেন।
সরেজমিন তদন্ত: প্রবাসীদের জন্য নির্ধারিত ফরম-২ক এ প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে, যা নিবন্ধনের জন্য বাধ্যতামূলক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী