সোমবার ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - UK wants to train polling officials
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে দিতে চায় যুক্তরাজ্য/ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই কথা জানান।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, তাঁর দেশ একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সহায়তা প্রদান করতে চায়। বিশেষ করে, তারা ভোটগ্রহণে কাজ করা পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহী।

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোটের তারিখ ধার্য থাকায় নির্বাচন কমিশন বর্তমানে সব প্রস্তুতি দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যস্ত রয়েছে। এ লক্ষ্যে তারা বিভিন্ন দেশের দূত ও প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে, যার অংশ হিসেবে ব্রিটিশ হাইকমিশনারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন