
ভেনেজুয়েলায় বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক। এই বিনামূল্যের ইন্টারনেট পরিষেবা আগামী ৩ নভেম্বর পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে স্টারলিংক এ ঘোষণা দেয়। পোস্টে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, “এখন থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণ বিনামূল্যে এবং নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট পরিষেবা ভোগ করবেন। স্টারলিংক নিশ্চয়তা দিচ্ছে যে, এই সময়ের মধ্যে ইন্টারনেট সংযোগে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।”
ভেনেজুয়েলার সাধারণ মানুষের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে একটি বড় সুখবর। দীর্ঘদিন ধরেই দেশটিতে সরকারের কঠোর নিয়ন্ত্রণ, ঘন ঘন লোডশেডিং এবং অত্যন্ত নিম্নগতির কারণে ইন্টারনেট পরিষেবার মান ছিল নাজুক। অনেক ক্ষেত্রেই ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ত। এই প্রেক্ষাপটে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা দেশটির জনগণের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
উল্লেখ্য, স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার হিসেবে স্টারলিংক বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ও আধুনিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
এদিকে ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের নাটকীয় ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দেশটিতে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। পরে তাদের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের প্রধান শহর নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে বন্দি রয়েছেন।
২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, তখন থেকেই তিনি নিকোলাস মাদুরোকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মাদুরোর বিরুদ্ধে আরও আগ্রাসী অবস্থান নেন ট্রাম্প।
গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চার দিন আগে তিনি মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে এই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন।
সূত্র : বিবিসি










