বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব 'ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫' এর পর্দা নেমেছে গত ৭ সেপ্টেম্বর। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, যেখানে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র 'হারা ওয়াতান (হারানো ভূমি)' পুরস্কার জিতেছে।
জাপানি নির্মাতা আকিও ফুজিমোতোর এই চলচ্চিত্রটি উৎসবের হরাইজনস বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে।
এই সিনেমার গল্পে ভ্যারাইটি লিখেছে, শফি (৪) এবং তার বোন সোমিরা (৯) তাদের পরিবারের একাংশের সঙ্গে পুনর্মিলনের আশায় বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে এক বিপজ্জনক যাত্রা শুরু করে।
এই সাফল্যের আগে, চলচ্চিত্রটির পরিচালক আকিও ফুজিমোতো সেরা পরিচালকের জন্য বিসাতো ডি’ওরো পুরস্কার লাভ করেন। এছাড়াও, সিনেমাটি নেটপ্যাক স্পেশ্যাল মেনশন পুরস্কারও জিতে নিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC