অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে ভেঙে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার গোমতী নদীর বাঁধ। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটের দিকে প্রায় ৩০ ফুট এলাকাজুড়ে বাঁধ ধসে যাওয়ার খব পাওয়া গেছে।। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন। পানির তীব্র স্রোতে ধসে যাওয়া বাঁধের আয়তন বাড়ছে বলেও জানান তিনি।
জানা গেছে, সন্ধ্যা থেকেই বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ধসে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে সেনাবাহিনীর দুটি টিম বাঁধ রক্ষায় এগিয়ে এলে স্থানীদের বাঁধার মুখে পড়ে। পরে ব্যর্থ হয়ে ফিরে যান তারা।
অন্যদিকে বাঁধ ধসে যাওয়ার ফলে কুমিল্লার বুড়িচং এবং ব্রাক্ষণপাড়া উপজেলা শতভাগ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফ গণমাধ্যমকে জানান, 'বুড়বুড়িয়া এলাকায় গোমতীর বাঁধে ধসের ঘটনা ঘটেছে। ফলে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরেই স্থানীয় মানুষজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে আসছি।'
এর আগে সরেজমিনে গোমতী নদীর উত্তর এলাকা ঘুরে দেখা গেছে, স্থানীয়রা সারারাত বাঁধের বিভিন্ন অংশ মেরামত করেছে। বাঁধ যাতে ভেঙে না যায় তার জন্য প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC