মাঠ পর্যায়ে ভূমি অফিসগুলোতে দুর্নীতি রোধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রজ্ঞাপন জারি করা হবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
গতকাল সোমবার ভূমি ভবনে ‘জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, যে পর্যায়ে এখন ভূমি মন্ত্রণালয় আছে- খতিয়ান, খাজনা দেওয়া, মিউটেশন ইত্যাদি বিষয়ে জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার আদৌ হয়নি। আমি বলব না অল্প-বিস্তর হয়েছে, আদৌ হয়নি। ফলে মানুষ এখনো ভোগান্তির শিকার হচ্ছে।
এ এফ হাসান আরিফ বলেন, ইউনিয়ন ভূমি অফিস ঘিরে যে দুর্নীতির চক্র, আমরা আজীবন শুনে আসছি যে, তহসিলদারের দৌরাত্ম্যে গ্রামের মানুষ ব্যতিব্যস্ত হয়ে থাকে। ১০০ টাকার খাজনা দিতে তাকে এক হাজার টাকা ব্যয় করতে হয়। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নিবিড় তদারকি দরকার।
তিনি বলেন, আমরা একটা প্রজ্ঞাপন দিয়ে দেবো এখানে যেহেতু সচিব সাহেব ও উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন-ভূমি অফিসের কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে, দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জড়ান কিংবা আলাপ-আলোচনা করেন যাতে তার বিরুদ্ধে সরাসরি আইনি প্রক্রিয়ায় যাওয়া যায়।
ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, যেহেতু মাঠ পর্যায়ে মানুষের ভোগান্তিটা সরাসরি হয়। আমরা দুর্নীতি দমন কমিশনের সহায়তা এটা কঠোরভাবে মোকাবিলা করতে পারি, সেটা আপনারা করে দেখান। শুধু জিরো টলারেন্স অফিসে বসে বললে হবে না, মাঠ পর্যায়ের এটা দেখাতে হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC