
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় আবারও ত্রাণের হাত বাড়ালো বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই ত্রাণ মিশনে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি উদ্ধার ও চিকিৎসাদল রয়েছে। এই দলে মোট ৫৫ জন উদ্ধারকর্মী ও চিকিৎসক রয়েছেন। এছাড়া, তিনটি বিমানে ৩৭ জন ক্রু সদস্যও রয়েছেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আট টন শুকনো খাবার, ২.৫ টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং ১.৫ টন ত্রাণকেন্দ্রের তাঁবু পাঠানো হয়েছে।
এরআগে, গত রোববার বাংলাদেশ ১৬.৫ টন জরুরি সহায়তা মিয়ানমারে পাঠিয়েছিল।