শনিবার ১২ জুলাই, ২০২৫

ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ে, প্রতারক বর যৌথ বাহিনীর হাতে আটক

Marriage under fake army identity, fraudulent groom arrested by joint forces
ছবি: মিডিয়া রিলিজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. ইয়াসিন মিয়া নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

জানা যায়, কুমিল্লা জেলার মুরাদনগরের হায়দারাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইয়াসিন মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মোহনা আক্তারকে বিয়ে করেন সেনাবাহিনীর একজন সদস্য পরিচয় দিয়ে। পরে জানা যায় ইযাসিন সেনাবাহিনীর কোন সদস্য নন।

ভুক্তভোগী নারী মোহনা আক্তার জানান, ইয়াসিন মিয়া নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়ে তাকে বিয়ে করেন। তাকে নানাভাবে সে মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইল করতো। মোহনা আক্তার যখন জানতে পারেন ইয়াসিন কোন সেনাবাহিনীর সদস্য নয় তখন অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। এমনকি তাদের কাবিনামাও ভুয়া।

ইয়াসিন মিয়া শ্বশুর বাড়ি বেড়াতে এলে স্থানীয় জনতারা তাকে আটক করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসার পর মোহনা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন