সোমবার ১৮ আগস্ট, ২০২৫

ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ

ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
ছবি: ফ্যাক্টওয়াচ ওয়েব পেজ থেকে সংগৃহীত

ভুয়া ছবি ও ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর এ বছর ১৫ আগস্ট উপলক্ষ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বড় কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।

তবে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানগুলোর বিভিন্ন ছবি ও ভিডিও আওয়ামী লীগ পরিচালিত কয়েকটি ফেসবুক পেজে দেখা যাচ্ছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ‘এরই মধ্যে কয়েকটি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেগুলো আসলে আওয়ামী লীগের পুরোনো কর্মসূচির ছবি, কিন্তু এ বছরে ১৫ আগস্টের মিছিল দাবিতে ব্যবহার করা হচ্ছে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম এসব ছবি পরীক্ষা করে দেখেছে এগুলো পুরোনো ও ভুয়া ছবি। সম্প্রতি প্রচারিত এসব ছবিকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন