মিথ্যা তথ্য ও ভুয়া কাবিননামা তৈরি করে আদালতে যৌতুক মামলা দায়ের করার অপরাধে ছাবিকুন নাহার পারুল (৩৯) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (কাশিয়ানী আমলি আদালত) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা পিয়া এই আদেশ দেন।
অভিযুক্ত ছাবিকুন নাহার পারুল গোপালগঞ্জের কাশিয়ানী সদরের শেখ আবুল হাসেমের কন্যা এবং ইয়াসিন শেখের স্ত্রী। তার স্বামী ইয়াসিন শেখ ২০১৪ সালে মারা গেছেন। তাদের ঘরে দুটি পুত্রসন্তান রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের মে মাসে ছাবিকুন নাহার পারুল কাশিয়ানী সদর এলাকার বাসিন্দা মো. সবুজ আল সাহবা (৩১) নামে এক যুবককে স্বামী দাবি করে গোপালগঞ্জ আদালতে যৌতুক মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন যে, ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়েছে। এই মামলায় ওই যুবক আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠান। ৩ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে।
সিআইডি তাদের তদন্তে মামলার ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি। এরপর ভুক্তভোগী যুবক সবুজ আল সাহবা ওই নারীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেন। সেই মামলায় রোববার ছাবিকুন নাহার পারুল আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জুডিশিয়াল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, যৌতুক মামলাটি আদালতের কাছে মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীর দায়ের করা জালিয়াতি ও প্রতারণা মামলায় ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC