বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে মেক্সিকো সরকার। এর ফলে দেশটিতে ভ্রমণের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়েছে। বাংলাদেশে ভারতের ভিসা প্রাপ্তিতে জটিলতার মধ্যে এমন সিদ্ধান্তের কথা জানা গেল।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে বা বিশ্বব্যাপী অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সুবিধা বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং বৃহত্তর যোগাযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
মেক্সিকান অভিবাসন বিধিমালা সব দেশের দর্শনার্থীদের মেক্সিকান ভিসা ছাড়াই ১৮০ দিন পর্যন্ত প্রবেশের অনুমতি দেয়, তবে শর্ত থাকে যে তাদের কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য এবং উত্তর আয়ারল্যান্ডের বা শেনজেন অঞ্চলের যেকোনো দেশের বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা থাকতে হবে।
উল্লেখ্য, আগে বাংলাদেশিদের নাগরিকদের জন্য কেবল নয়া দিল্লিতে মেক্সিকো দূতাবাসে ভিসা আবেদন করা বাধ্যতামূলক ছিল। নতুন ব্যবস্থায় বাংলাদেশি নাগরিকরা এশিয়া-প্যাসিফিক বা অন্যান্য দেশের মেক্সিকো দূতাবাস বা কনস্যুলেটে ভিসা আবেদন জমা দিতে পারবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC