টাঙ্গাইলের বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজনের মাঝে এসব ভ্যান বিতরণ করা হয়। জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যানগুলো বিতরণ করেন।
এ সময় বিক্রির জন্য প্রত্যেককে ভ্যান বোঝাই করে বিভিন্ন প্রকার সবজি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার (ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ময়থা গাছপাড়া এলাকার মানিয়া বেগম, নাইকানিবাড়ী এলাকার জোসনা বেগম, কাঞ্চনপুর ঢংপাড়া এলাকার আনোয়ারা বেগম, কাশিলের রোমেনা বেগম ও কাউলজানীর মান্দারজানী এলাকার শামছুলকে ব্যাটারিচালিত অটোভ্যান দেওয়া হয়।