ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বুধবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

ভিকি জাহেদের ‘নীল সুখ’: দর্শক হৃদয়ে ঝড় তুলবে?

Rising Cumilla - Mehazabien Chowdhury-Farrukh Ahmed Rehan
'নীল সুখ’ গানের একটি দৃশ্য/সংগৃহীত

ভালোবাসা দিবসকে সামনে রেখে ওটিটি প্লাটফর্ম বিঞ্জেতে আগামী ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। ভালোবাসা, বেদনা ও সুখের গল্পে নির্মিত এই ফিল্মে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও অভিনেতা ফররুখ আহমেদ রেহান।

সম্প্রতি ফিল্মটির ট্রেইলার রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা ভিকি জাহেদ ও মেহজাবীন চৌধুরী সহ অন্যান্য কলাকুশলীরা।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, “আমি বরাবরই একটু ভিন্ন ধরনের গল্প বলার চেষ্টা করি। ‘নীল সুখ’ গতানুগতিক প্রেমের গল্পের বাইরে। এখানে দর্শক নিখাদ ভালোবাসার একটি অন্যরকম রূপ দেখতে পাবে। দুটি মানুষের ভালোবাসা, তাদের চারপাশের পরিস্থিতি, তাদের সুখ-দুঃখ নিয়েই এই ফিল্মটি নির্মিত হয়েছে।”

মেহজাবীন চৌধুরী বলেন, “ভিকি ভাইয়ের সাথে কাজ করা সবসময়ই আনন্দের। তার আগের দুটি কাজও দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে। ‘নীল সুখ’ আমার তৃতীয় কাজ। গল্পটি শুনেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে।”

অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলেন, “আমার মনে হয়, এই ভ্যালেন্টাইনে ‘নীল সুখ’ হতে যাচ্ছে সেরা ভালোবাসার গল্প।”

এই সিনেমায় মেহজাবীন চৌধুরী ‘অর্পা’ চরিত্রে এবং ফররুখ আহমেদ রেহান ‘মারুফ’ চরিত্রে অভিনয় করেছেন। এই প্রথম তারা একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেন।

‘নীল সুখ’ এর ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এখন শুধু ১৮ ফেব্রুয়ারির অপেক্ষা, যখন ফিল্মটি বিঞ্জে মুক্তি পাবে এবং দর্শকরা ভালোবাসার এই নতুন গল্পে ডুবে যাবে।