টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র ভালো নেই। তার জন্মদিন কিন্তু উদযাপনের মতো অবস্থা নেই।
সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অভিনেত্রী লেখেন, ‘গোটা শহর এই আবহাওয়া ও মশার কবলে। মেয়ের ডেঙ্গু হয়েছিল এখন সেরে উঠছে। আমারও সব সময় খুব ক্লান্ত লাগছে এবং জ্বর জ্বর ভাব রয়েছে, সেই সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা। যদি এই ধরনের কোনো উপসর্গ আপনাদের থেকে থাকে তাহলে দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’
তার পোস্টে মন্তব্য করেছেন অনেক। একজন লেখেন, ‘দয়া করে অনেকটা বিশ্রাম নিন। মানুষের চেয়ে মশা বেশি এখন শহরে! পরীক্ষা করিয়ে নিন।
তবে অভিনেত্রী এখনো পরীক্ষা করিয়েছেন কি না বা ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এসেছে কি না সেই আপডেট দেননি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC