ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বুধবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

ভালোবাসা দিবসে ভিন্ন মেজাজের গান নিয়ে আসছেন আসিফ আকবর

Rising Cumilla - আসিফ আকবরের 'কষ্ট ভীষণ'
ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে এক ভিন্ন মেজাজের গান নিয়ে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এবারের গানটিতে তিনি তুলে ধরেছেন ভালোবাসার কষ্টের কথা।

যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে উঠতো, সেই মানুষটি যখন কাছে টেনে আদর করে কাঁদিয়ে চলে যায়, তখন মনে আর বসন্ত থাকে না, বরং শুরু হয় বৈশাখী ঝড়। প্রিয় মানুষটির এমন অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কঠিন, সেই কথাগুলোই উঠে এসেছে আসিফ আকবরের নতুন গান ‘কষ্ট ভীষণ’-এ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

আহমেদ রিজভীর কাব্যমালায় সুর দিয়েছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। সঙ্গীতায়োজন করেছেন গুণী সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটির ভিডিও। যেখানে আসিফ আকবরের সঙ্গে মডেল মৌরী মাহদীর রসায়ন দেখতে পাবেন দর্শক।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরী’র রসায়নতো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ‘ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও। একই সাথে গানটি শোনা যাবে দেশের এবং বিদেশের বিভিন্ন জনপ্রিয় সঙ্গীত প্ল্যাটফর্মে।’