ভালোবাসা দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বহিরাগত প্রবেশ নিষেধ করেছেন বেরোবি প্রশাসন। ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে এক পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রোজ শুক্রবার বিকাল ৩.০০ টা হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রোজ শনিবার বিকাল ৩.০০ টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো।
উক্ত সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আই.ডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।'
ভালোবাসা দিবসে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ বিষয়ে প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ভালোবাসা দিবসেও ক্যাম্পাসে বহিরাগত এর প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া আগামীকাল ঢাবির :ক' ইউনিটের পরীক্ষা। তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য,আগামীকাল (১৫ ফেব্রুয়ারি বেরোবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC