শুক্রবার ৩১ অক্টোবর, ২০২৫

ভালোবাসার ভিখারি

মিথিলা হক তুলি

ভালোবাসার ভিখারি/পোস্টার/রাইজিং কুমিল্লা

আজও আমি আছি পৃথিবীতে
এক নিঃস্ব নিঃসঙ্গ মানুষ হয়ে
কিন্তু কোনো একদিন ছিলাম না তো৷
তেমন আমি ছিলাম ফুলের মতো
বিকশিত মসৃণ,পাখির মতো উড়ন্ত,
প্রজাপতির মতো উচ্ছ্বসিত বেখেয়ালী।
আজ শুধু তোমারই বিরহ, যাতনায়
হয়েছি বিলীন আমি,
হয়েছি নিঃস্ব,
হয়েছি ভালোবাসার কাঙাল ভিখারিনী।

আজও মনে পড়ে আমার
সেই শীতের সকাল,
কাক ডাকা ভোরে তোমার
সাথে হাঁটতে যাওয়ায় মূহুর্তগুলো
রাতের নক্ষত্র ভরা আকাশের নিচে
বসে গল্প করার দিনগুলো।
কিছুই ভুলতে পারি না আমি
আজও মনে পড়ে,
পুরনো বেঞ্চে বসে
তোমার সাথে হাসিঠাট্টা করার মুহূর্ত গুলো
আজও কিছুই ভুলতে
পারি না আমি
কারণ আমি তোমার
ভালোবাসার নিঃস্ব ভিখারিণী।

 

লেখক: মিথিলা হক তুলি

শিক্ষার্থী, বাংলা বিভাগ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন