
টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক-এর সঙ্গে দেশের অন্য এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঘাইহাট এলাকার প্রধান সড়কের নিচু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় শত শত পর্যটক সাজেকে আটকা পড়েছেন।
মঙ্গলবার থেকে বাঘাইহাট এবং মাচালং বাজারের পাশের রাস্তাগুলোতে প্রায় ৫ থেকে ৬ ফুট পানি জমে যায়। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বুধবারও নতুন করে বাঘাইহাট বাজারের পাশের সড়কটি পানির নিচে চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তবে আটকে পড়া পর্যটকদের মধ্যে যারা মোটরসাইকেলে এসেছেন, তাদের জন্য কিছু বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়রা বাঁশ ও নৌকার ভেলা ব্যবহার করে সীমিত পরিসরে পর্যটকদের পারাপার করছেন। কিন্তু ব্যক্তিগত গাড়িতে আসা পর্যটকদের জন্য এই মুহূর্তে আর কোনো উপায় নেই। সড়ক থেকে পানি না নামা পর্যন্ত তাদের সাজেকেই থাকতে হবে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, যদিও গতকালের তুলনায় আজ কিছুটা পানি কমেছে, তবুও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, “আবহাওয়া এখন কিছুটা ভালো। আশা করছি, আর বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”
এদিকে, আটকে পড়া পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য প্রশাসন ও সাজেক হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতি সমন্বিতভাবে কাজ করছে। পর্যটকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।